প্রোগ্রামিং সংক্রান্ত বিভিন্ন রিসোর্স - Some Resources for Programming
যারা যারা প্রোগ্রামিং এ বিগিনার তাদের জন্য নিচের রিসোর্সগুলো খুবই ভালো হবে। প্রোগ্রামিং শিখতে অনেক সাহায্য করবে।
তামিম শাহরিয়ার সুবিন ভাইয়া এর সি প্রোগ্রামিং এর উপর টিউটোরিয়ালঃC Programming Bangla Tutorial
জুলকারনাইন মাহমুদ ভাইয়া এর সি প্রোগ্রামিং এর উপর টিউটোরিয়ালঃC Programming Bangla Tutorial
বাংলায় প্রোগ্রামিং শেখা যায় এরকম ওয়েবসাইট/ব্লগঃ
* http://cpbook.subeen.com/
* http://www.eshikkha.net/
* http://www.howtocode.com.bd/
* http://jakir.me/
* http://shafaetsplanet.com/home/
বাংলায় প্রোগ্রামিং এর নানা বিষয়ের উপর আর্টিকেল আছে এমন কয়েকটি ব্লগঃ
√ http://www.progkriya.org/
√ https://hellohasan.com/
√ https://albatrossmohoshi.blogspot.com/
√ https://itsfaiyaz.wordpress.com/
প্রোগ্রমিং প্রব্লেম দেয়া আছে; সলভ, সাবমিট, রান, জাজ (অনলাইন জাজ) করা যায় এমন কয়েকটি ওয়েবসাইটঃ
≈ https://www.urionlinejudge.com.br
≈ https://uva.onlinejudge.org/
≈ https://www.hackerrank.com/
≈ http://www.lightoj.com/
≈ https://projecteuler.net
কিছু ফেসবুক গ্রুপ যেখানে অনেক প্রোগ্রামাররা তোমাদেরকে সাহায্য করবেঃ (সবগুলো গ্রুপ বাংলয়া)
সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট ইত্যাদি বিষয়ক প্রশ্নের গাঠনিক উত্তর পাওয়া যায় এমন একটি গ্রুপঃ DeV Skill
Thanks for Reading!
Thanks for Reading!
Post a Comment